জেলার খবর

মৌলভীবাজারে ভারতীয় বিড়ি ও সিএনজি অটোরিকশাসহ আটক চোরাকারবারি

মৌলভীবাজার প্রতিনিধি ॥ মৌলভীবাজার জেলার বড়লেখায় ভারতীয় নিষিদ্ধ বিড়ির একটি বড় চালান আটক করেছে পুলিশ। সোমবার রাতের এ অভিযানে ১০,০০০ শলাকা ভারতীয় বিড়ি, একটি সিএনজি অটোরিকশা এবং এক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদে ভিত্তি করে দাসেরবাজার ইউনিয়নের গোয়ালটাবাজার এলাকার বড়লেখা–বিয়ানীবাজার রোডে অবস্থান নেয় পুলিশ দল। এ সময় ভারতীয় বিড়ি বহনকারী একটি সিএনজি আটক করা হয়। তল্লাশি চালিয়ে ৪০০ প্যাকেট ‘শেখ নাসিরুদ্দিন’ ব্র্যান্ডের বিড়ি পাওয়া যায়।

আটক সোহেল আহমদ খান (৪০) দীর্ঘদিন ধরে ভারতীয় বিড়ি চোরাচালানে যুক্ত বলে পুলিশ নিশ্চিত করেছে। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। এবার বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

চোরাচালান প্রতিরোধে পুলিশের এই অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিড়ি, গুটখা, মাদকদ্রব্য ও অন্যান্য পণ্য নিয়মিত চোরাচালান হয়ে থাকে। এর ফলে একদিকে দেশের রাজস্ব ক্ষতি হচ্ছে, অন্যদিকে সমাজে অপরাধ বাড়ছে।

বড়লেখা থানার এক কর্মকর্তা বলেন, “চোরাচালান বন্ধে আমরা কঠোর অবস্থান নিয়েছি। সীমান্তবর্তী সড়কগুলোতে নিয়মিত টহল ও চেকপোস্ট বসানো হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এদিকে বাজারের ব্যবসায়ীরা মনে করছেন, ভারতীয় বিড়ির প্রভাব কমলে স্থানীয় কারখানার উৎপাদিত বিড়ির বাজার আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। ফলে স্থানীয় শিল্প খাত উপকৃত হবে।

গ্রেপ্তার সোহেলকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ বলছে, তার সহযোগী অন্যান্য চক্রকেও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

মতামত দিন