জেলার খবর

মৌলভীবাজারে বন্যা ও বর্ষণে ক্ষতিগ্রস্ত সড়ক পথ বিপজ্জনক

মৌলভীবাজার প্রতিনিধি ॥ মৌলভীবাজার জেলার গ্রামীণ সড়কের অবনতি সড়ক পথ ব্যবহারকারীদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জেলার সাত উপজেলার মোট ৪৩৭ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ধ্বংসপ্রায় অবস্থায় রয়েছে। স্থানীয়রা দাবি করেছেন, দ্রুত এই সড়কগুলো সংস্কার করা না হলে দুর্ঘটনা ও ব্যবসায়িক ক্ষতির ঝুঁকি বৃদ্ধি পাবে।

বিভিন্ন সূত্র জানায়, ২০২৪ সালের চার দফা বন্যায় জেলার সব উপজেলার গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপরও চলতি বছরের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সড়কের অবস্থা আরও খারাপ হয়েছে। বিশেষ করে রাজনগর, কুলাউড়া, জুড়ী, বড়লেখা ও কমলগঞ্জ উপজেলায় ক্ষতি সবচেয়ে বেশি।

রাজনগরের ৯৯ কিলোমিটার সড়ক সর্বাধিক ক্ষতিগ্রস্ত। তারাপাশা বাজারের রাস্তা এখন চলাচলের জন্য প্রায় অচল। কুলাউড়া উপজেলার হাকালুকি হাওড়পাড়ের সড়ক পানিতে নিমজ্জিত হয়ে খানাখন্দে পরিণত হয়েছে। একইভাবে জুড়ী, বড়লেখা এবং কমলগঞ্জের আদমপুর সড়কের অবস্থাও ভয়াবহ।

এলজিইডি সূত্র জানায়, গত বছরের বন্যার কারণে সড়কের ক্ষতির পরিমাণ প্রায় ৬০২ কোটি টাকা। তবে পূর্বের ক্ষতি ও চলতি বছরের ক্ষতি মিলিয়ে জেলায় গ্রামীণ সড়কের মোট ক্ষতি প্রায় হাজার কোটি টাকার উপরে। আর্থিক বরাদ্দ না থাকায় মেরামত কাজ পিছিয়ে গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, ভাঙা সড়কের কারণে হাট-বাজারে ব্যবসা বাধাগ্রস্ত হচ্ছে, শিক্ষার্থী স্কুলে যাওয়ার পথে সমস্যায় পড়ছে, এবং জরুরি সেবা পৌঁছানো দেরিতে হচ্ছে। স্থানীয়রা এখন দ্রুত বরাদ্দ প্রদানের মাধ্যমে সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন।

মৌলভীবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ বলেন, ২০২৩-২৪ সালের বরাদ্দের অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত গুরুত্বপূর্ণ ব্রিজ ও কালভার্টের কিছু কাজ হয়েছে। তবে বাকি সড়কের জন্য বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সংস্কার কার্যক্রম শুরু করা হবে।

মতামত দিন