মেহেরপুরে বিএসএফ'র পতাকা বৈঠকের মাধ্যমে ৩৯ নাগরিক হস্তান্তর
মেহেরপুর প্রতিনিধি ॥ মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ৩৯ জন বাংলাদেশি নাগরিককে বিজিবি গ্রহণ করেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৪৭-এর নিকট ভারতের বিএসএফ তাদের হস্তান্তর করে। হস্তান্তরিতদের মধ্যে নারী ও শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ রয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, হস্তান্তরিতরা অবৈধভাবে ভারতে অবস্থান করছিলেন। পরে ভারতীয় পুলিশ তাদের আটক করে সীমান্তে এনে বিজিবির হাতে হস্তান্তর করেছে। মালতি অধিকারী বলেন, তিনি ভারতে বসবাসকালে বিয়ে করেছেন, কিন্তু স্বামী মারা যাওয়ায় এখন দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন। শেফালী খাতুন জানান, তিনি ১০ বছর আগে ভারতে বসবাস শুরু করেছিলেন, ২৭ মাস আগে গ্রেফতার হওয়ার পর আদালতের মাধ্যমে দুই বছরের কারাদণ্ড পেয়েছিলেন। তবে কারাগারে অতিরিক্ত তিন মাস আটক রাখার পর ফেরত পাঠানো হয়েছে।
পতাকা বৈঠকে ভারতের গান্দিনা ক্যাম্পের এসি সুনিল কুমারের নেতৃত্বে ১১ সদস্যের বিএসএফ প্রতিনিধি দল অংশ নেন। বিজিবি থেকে কাজিপুর বিওপির নায়েব সুবেদার কায়ূম হোসেন ও আসাবুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন এবং গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইলও সেখানে ছিলেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই পদক্ষেপ সীমান্তে শান্তি বজায় রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ। সীমান্ত সংক্রান্ত সহযোগিতা দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।
মতামত দিন