মৃত্যুর দুয়ার থেকে ৫ দিন পর ফিরলেন ভাসমান জেলে মোরশেদ
পটুয়াখালী প্রতিনিধি ॥ বঙ্গোপসাগরে ভয়াবহ ট্রলার দুর্ঘটনার পাঁচ দিন পর এক জেলে জীবিত উদ্ধার হয়েছেন। মোরশেদ (২০) নামে ওই জেলেকে কুয়াকাটার উপকূল থেকে উদ্ধার করে স্থানীয় জেলেরা হাসপাতালে ভর্তি করেন। তিনি গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।জানা গেছে, চট্টগ্রামের বাঁশখালী থেকে মাছ ধরতে আসা একটি ট্রলারে ১৯ জন জেলে ছিলেন। কয়েকদিন আগে ট্রলারটি দুর্ঘটনায় পড়ে ডুবে যায়। তখন থেকে সবাই নিখোঁজ ছিলেন। বুধবার সকালে কুয়াকাটা উপকূলের ২০ কিলোমিটার গভীর সমুদ্র থেকে ভাসমান অবস্থায় মোরশেদকে উদ্ধার করা হয়।
এফবি বায়েজিদ ট্রলারের মাঝি সিরাজ জানান, সকাল ৯টার দিকে আরেকটি ট্রলার থেকে মোরশেদকে তাদের কাছে হস্তান্তর করা হয়। তিনি জানান, ৫ দিন আগে তাদের ট্রলার নিমজ্জিত হয়েছে। এরপরই তিনি অজ্ঞান হয়ে পড়েন।
কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের চিকিৎসক ডা. সুপ্রি দাশ বলেন, মোরশেদকে দুপুরে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কলাপাড়া উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া জেলে মোরশেদের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। বাকিদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয়রা বলছেন, পাঁচ দিন পর ভেসে থাকা একজনকে জীবিত অবস্থায় উদ্ধার হওয়া সত্যিই অলৌকিক।
অভিজ্ঞ জেলেরা জানান, পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকায় প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
মতামত দিন