জেলার খবর

মুলাদী সরকারি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ২৫

বরিশাল প্রতিনিধি ॥ বরিশালের মুলাদী সরকারি কলেজে বৃহস্পতিবার সকালে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে ছয়জনকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

বরিশাল জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইয়েদ আহমেদ দাবি করেন, অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান উপলক্ষে কলেজে আসার সময় ছাত্রদল নেতাকর্মীরা হামলা চালায়। অপরদিকে ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালী বলেন, ছাত্রশিবির কলেজ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে এবং তাদের কটূক্তির প্রতিক্রিয়ায় সংঘর্ষ ঘটে।

শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর হোসেন জানান, ছয়জন গুরুতর আহতের সার্জারি ওয়ার্ডে চিকিৎসা চলছে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, প্রথমে দুই শিক্ষার্থীর মধ্যে হাতাহাতি সংঘর্ষের সূত্রপাত ঘটায় পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাজ চলছে।

মতামত দিন