জেলার খবর

মুজিব ম্যুরাল বানিয়ে ভৈরব নদ দখল আ.লীগ নেতার!

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের ঘোপপাড়া ও সাদিকপুর গ্রামে ভৈরব নদ দখল করে বছরের পর বছর ধরে একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের অবৈধ সাম্রাজ্য গড়ে উঠেছে। নদীর প্রায় ৫০ বিঘা জমি দখল করে সেখানে শস্যক্ষেত, স্থাপনা এবং প্রাচীর নির্মাণ করা হয়েছে, যার পেছনে রয়েছে আওয়ামী লীগের স্থানীয় নেতা রাশেদ শমসের ও তার ভাইদের নাম।

স্থানীয় কৃষক ও বাসিন্দারা জানিয়েছেন, তারা বহুবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। নদীর পাড় ঘেঁষে প্রাচীর নির্মাণ করায় কৃষকরা পানি তুলতে পারছেন না, ফলে চাষাবাদ ব্যাহত হচ্ছে। মাছ ধরা, নদীর ন্যায্য ব্যবহার সবই বাধাগ্রস্ত হচ্ছে।

কৃষক সাজ্জাদ হোসেন বলেন, "প্রাচীর তুলে আমাদের পানির পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এখন আমরা নিজের জমিতেও ঠিকমতো চাষাবাদ করতে পারছি না।"

সরজমিন ঘুরে দেখা গেছে, নদীর জমিতে নানা ধরনের ফসল চাষ হচ্ছে, কিন্তু এর মালিকানা ব্যক্তিগত কারো নয়, বরং স্থানীয় রাজনৈতিক পরিবারের নিয়ন্ত্রণে। এই দখলকে বৈধতা দিতে এক সময় শেখ মুজিবুর রহমানের ১২৩ ফুট উচ্চতার একটি ম্যুরাল নির্মাণ করা হয়, যা পরে ছাত্রজনতা ভেঙে দেয় প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে।

স্থানীয় ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, “আমার নিজস্ব জমির নিচে নদীর অংশ দখল করে সেখানে ছাতা বসিয়ে প্রাচীর নির্মাণ করা হচ্ছে। আদালতের আদেশ থাকা সত্ত্বেও কেউ মানছে না।”

অভিযুক্ত শফিকুল শমসের জানান, “ছাতা অস্থায়ীভাবে বসানো হয়েছে, এটি কোনো স্থায়ী দখল নয়।” তবে তিনি সরাসরি দখলের অভিযোগ অস্বীকার করেন।

প্রশাসনের পক্ষ থেকে কালীগঞ্জ উপজেলার ইউএনও দেদারুল ইসলাম বলেছেন, “নদী দখলের কোনো সুযোগ নেই, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।” পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রঞ্জন কুমার দাস জানান, “দখলের তালিকা তৈরি করে দ্রুত উচ্ছেদ কার্যক্রম চালানো হবে।”

তবে এলাকাবাসী মনে করছেন, প্রশাসনের এই আশ্বাস বহুবার শুনেছেন তারা, কিন্তু দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় প্রভাবশালীদের দখলদারিত্ব আরও সাহসী হয়ে উঠেছে। নদী রক্ষা, কৃষকের অধিকার ও জনস্বার্থে প্রশাসনের অবিলম্বে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।

মতামত দিন