মুজিবনগর সীমান্তে বিপুল ডলার উদ্ধার করল বিজিবি
মেহেরপুর প্রতিনিধি ॥ সীমান্তবর্তী আনন্দবাস গ্রাম দিয়ে অভিনব কৌশলে ৫১ হাজার মার্কিন ডলার পাচারের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে মুজিবনগর উপজেলার ফাশিতলা এলাকায় বিশেষ অভিযানে এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়। ঘটনায় জাহাঙ্গীর শেখ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।বিজিবি সূত্র জানায়, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসানের নির্দেশনায় সহকারী পরিচালক মো. হায়দার আলীর নেতৃত্বে বিজিবির একটি সশস্ত্র দল অভিযানে অংশ নেয়। দুপুর আনুমানিক ১২টার দিকে শুন্য লাইন থেকে একটি ঘাসের বস্তা নিয়ে বাইসাইকেলে আসা এক ব্যক্তিকে সন্দেহ হলে থামানোর সংকেত দেওয়া হয়।
তিনি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আটক করা হয়। পরবর্তীতে বস্তাটি তল্লাশি করে কালো স্কচটেপে মোড়ানো পাঁচটি প্যাকেট থেকে ৫১ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, ডলারগুলো ভারতে পাচারের উদ্দেশ্য ছিল।
জব্দ হওয়া ডলার, একটি বাইসাইকেল ও একটি বাটন মোবাইল ফোনের বাজারমূল্য প্রায় ৬২ লাখ ১ হাজার ৫৪০ টাকা। আটক জাহাঙ্গীর শেখ আনন্দবাস গ্রামের মৃত আফসার শেখের ছেলে।
ঘটনার বিষয়ে নায়েব সুবেদার মো. হারুন অর রশিদ বাদী হয়ে মুজিবনগর থানায় মামলা দায়ের করেছেন। বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তি ও জব্দ মালামাল থানায় হস্তান্তর এবং উদ্ধার ডলার আদালতের নির্দেশে ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
মতামত দিন