মিয়ানমার থেকে আসা ইয়াবার বিশাল চালান জব্দ করল বিজিবি
কক্সাবাজার প্রতিনিধি ॥ উখিয়া সীমান্তে আবারও বড় ধরনের ইয়াবা চালান আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাতে মিয়ানমার দিক থেকে আসা সাতজনকে সন্দেহভাজনভাবে দেখতে পেয়ে বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা চারটি কালো কাপড়ের ব্যাগ ফেলে পালিয়ে যায়।বিজিবির তল্লাশিতে ওই ব্যাগগুলো থেকে ৪৮ কাটায় মোট ৪ লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা। বিজিবি জানিয়েছে, পাচারকারীরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে গেলেও তাদের শনাক্তে গোয়েন্দা কার্যক্রম চলছে।
উখিয়াস্থ ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “এ ধরনের মাদক পাচার রোধে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি রাখা হচ্ছে। আমরা তথ্যভিত্তিক অভিযান চালাচ্ছি এবং শিগগিরই দায়ীদের আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় আলামত হিসেবে জমা দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে কক্সবাজার সীমান্তে ইয়াবা পাচারের ঘটনা বেড়ে যাওয়ায় বিজিবি টহল জোরদার করেছে।
স্থানীয়রা জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রায়ই মিয়ানমার থেকে ইয়াবা প্রবেশের চেষ্টা হয়। তবে বিজিবির সক্রিয় তৎপরতায় অনেক চালান জব্দ করা সম্ভব হচ্ছে।
মতামত দিন