জেলার খবর

মামার বাড়িতে এসে প্রাণ হারালেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

টাঙ্গাইল প্রতিনিধি ॥ ঈদের আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নিলো টাঙ্গাইলের গোপালপুরে। মামার বাড়িতে বেড়াতে গিয়ে বৈরাণ নদীতে গোসল করতে নেমে প্রাণ হারালেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোস্তফা শাহারিয়াল নেহাল (২২)।

জানা গেছে, ঈদের সকালে মামা আলী আকবরের বাসায় বেড়াতে যান নেহাল। দুপুরে মামাতো ভাই জিসানের সঙ্গে বৈরাণ নদীতে গোসল করতে নামেন। সাঁতার কাটতে গিয়ে হঠাৎ দুজনেই নদীর স্রোতে তলিয়ে যান।

স্থানীয়রা দ্রুত নদীতে নামেন এবং জিসানকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু নেহালের সন্ধান না পাওয়ায় ফায়ার সার্ভিস ও আত্মীয়স্বজনের সহায়তায় দীর্ঘ চেষ্টায় নদী থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, নেহাল ঢাকায় রামপুরা এলাকায় পরিবারসহ বসবাস করতেন। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।

গোপালপুর থানার তদন্ত কর্মকর্তা মামুন ভূঁইয়া জানান, “প্রাথমিকভাবে এটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। পরিবারকে সহায়তা এবং পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

মতামত দিন