জেলার খবর

মানবিকতার ছোঁয়ায় খুলনায় জেডআরএফের মেডিকেল ক্যাম্প

পাইকগাছা প্রতিনিধি ॥ খুলনার হরিঢালিতে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম বাস্তবায়নে নিরলস পরিশ্রম করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) পরিচালক আমিরুল ইসলাম কাগজী। এলাকার অসচ্ছল জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে ঘিরে তৈরি হয়েছে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত।

উক্ত চিকিৎসা ক্যাম্পে উপস্থিত ছিলেন বিএনপি ও ছাত্রদলের একাধিক নেতা, যারা স্বতঃস্ফূর্তভাবে ক্যাম্পে সহায়তা করেছেন। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন শেখ জাকির হোসেন দেব ভদ্র, নাজমুল হোসেন, শেখ আলতাব হোসেন, সাদেকুজ্জামান, বিল্লাল হোসেন, মীর আহছাবুর রহমান, হারুন সরদার, যুবনেতা নাফিস ইসলাম কাগজী, ছাত্রনেতা রাশেদুজ্জামান, আবু রায়হান তৌকির প্রমুখ। ক্যাম্প সাফল্যে চিকিৎসকরা মুখ্য ভূমিকা পালন করেন—ডা. আমিনুর ইসলাম, ডা. সাজ্জাদ, ডা. আলামিন, ডা. মেরাজ ও ডা. বাঁধনকে তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জানান।

জেডআরএফের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে ঘোষণা করা হয়। স্থানীয় মানুষের মাঝে এ উদ্যোগ ব্যাপক প্রশংসিত হয়েছে। নাগরিক সচেতনতা ও মানবিক দায়িত্ববোধ থেকেই এ ধরনের উদ্যোগের বিকাশ জরুরি বলেও মত দিয়েছেন উপস্থিত নেতৃবৃন্দ।

মতামত দিন