জেলার খবর

মাদক বিক্রি ও সেবনের দায়ে যুবকের এক বছরের সাজা

টাঙ্গাইল প্রতিনিধি ॥ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে উমেদ আলী নামে এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আগতেরিল্যা গ্রামে এ অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসাইন।

দণ্ডপ্রাপ্ত উমেদ আলী ওই গ্রামের হাফেজ উদ্দিনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় পুলিশসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট উমেদ আলীর বাড়িতে অভিযান চালান। এসময় মাদক সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর আলোকে ভ্রাম্যমাণ আদালত উমেদ আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে।

অভিযানে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিমসহ থানার পুলিশ সদস্যরা অংশ নেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসাইন বলেন, “মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। জনস্বার্থে আইন ভঙ্গকারীদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না।”

স্থানীয়রা জানান, উমেদ আলী দীর্ঘদিন ধরে এ কাজে জড়িত ছিলেন। তার সাজা হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে এবং মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদারের দাবি জানিয়েছেন।

মতামত দিন