জেলার খবর

মাঠেই পড়ে রইলো বজ্রাহত কৃষকের লাশ

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাড়ামারা গ্রামে এক কৃষকের রহস্যজনক মৃত্যু স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। সোমবার (২৮ এপ্রিল) রাতে নলবিলের মাঠ থেকে মোহাম্মদ আলী (৪৫) নামে ওই কৃষকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মোহাম্মদ আলী ছিলেন মৃত ইদ্রিস আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, প্রতিদিনের মতো বিকেলে বাড়ি থেকে মাঠে কাজ করতে গিয়েছিলেন মোহাম্মদ আলী। কিন্তু রাত হয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে কিছু কৃষক মাঠে কাজ শেষ করে ফেরার পথে ধানক্ষেতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন ও পুলিশকে জানানো হয়।

স্থানীয় কৃষক শাজাহান আলী জানান, “আমরা যখন মাঠ থেকে ফিরছিলাম, তখন মন্টু মিয়ার জমিতে আলীর লাশ পড়ে থাকতে দেখি। দেখে সঙ্গে সঙ্গে সবাইকে জানাই।”
আরেক কৃষক শহিদুল ইসলাম বলেন, “মাঠে গিয়ে দেখি তার দেহ নিস্তেজ। শরীরের অংশে পোড়া দাগ ছিল, দেখে মনে হচ্ছে বজ্রপাতে মৃত্যু হয়েছে।”

ঘটনার পর থেকে গ্রামে নানা গুঞ্জন শুরু হয়েছে। কেউ কেউ এটিকে স্বাভাবিক মৃত্যু না বলে অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে বলেও দাবি করছেন। স্থানীয়দের একাংশের দাবি, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমরা রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠাই। প্রাথমিকভাবে এটি বজ্রপাতে মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে। শরীরে পোড়া চিহ্ন রয়েছে। তবে রিপোর্ট আসার পরই নিশ্চিতভাবে বলা যাবে।”

তিনি আরও জানান, “ঘটনাটি নিয়ে কারও বিরুদ্ধে উদ্দেশ্যমূলক প্রচারণা বা গুজব ছড়ানোর প্রমাণ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রাকৃতিক দুর্যোগের সময় মাঠে কাজ করা কৃষকদের প্রতি আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ।

মতামত দিন