জেলার খবর

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল, বাড়ছে মৃত্যুর মিছিল

পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ থাকা ৫ জেলের মধ্যে নজরুল ইসলাম (৬০) নামের একজনের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে কুয়াকাটা সৈকতের মিরা পয়েন্ট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মন্ডল।

নৌ-পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে সৈকতে ভেসে আসা এক ব্যক্তির মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির পরনে কালো রঙের রেইনকোট ছিল। তার পরিচয় নিশ্চিত করেন ছেলে, যিনি মীরাবাড়ি পয়েন্টে এসে লাশটি শনাক্ত করেন। পরে লাশটি আইনগত প্রক্রিয়ার জন্য মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, একই দিনে গঙ্গামতি পয়েন্টে আরও একটি লাশ ভেসে আসার খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। তবে অনেক খোঁজাখুঁজির পরও কোনো মরদেহ পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২৫ জুলাই বঙ্গোপসাগরের শেষ বয়ার ৭৫ কিলোমিটার গভীরে মাছ ধরার সময় ‘এফবি সাগরকন্যা’ নামের একটি ট্রলার ডুবে যায়। ওই ট্রলারে মোট ১৫ জন জেলে ছিলেন। সমুদ্রে টানা চার দিন ভেসে থাকার পর ১০ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। বাকিরা নিখোঁজ ছিলেন। আজ পর্যন্ত নজরুল ইসলামের লাশ উদ্ধার করা সম্ভব হলেও বাকি চারজনের এখনো কোনো খোঁজ মেলেনি। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

স্থানীয় মৎস্যজীবী ও পরিবারগুলোর মধ্যে এই ঘটনার পর ব্যাপক উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ জেলেদের জীবিত বা মৃত অবস্থায় উদ্ধারে আরও সক্রিয় অভিযান চালানোর দাবি জানিয়েছেন স্বজনরা।

মতামত দিন