জেলার খবর

মাওলানা ভাসানী তিস্তা সেতু পথ খুলেছে

গাইবান্ধা প্রতিনিধি ॥ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ ও কুড়িগ্রাম জেলার চিলমারীকে সংযুক্ত করে মাওলানা ভাসানী তিস্তা সেতুর উদ্বোধন বুধবার (২০ আগস্ট) সম্পন্ন হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া সেতুর উদ্বোধন করেন। জনসাধারণের মধ্যে সেতুর উদ্বোধনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সেতু উদ্বোধনের মাধ্যমে চিলমারী ও গাইবান্ধার মধ্যবর্তী যাতায়াতের দূরত্ব ৪০–৪৫ কিলোমিটার হওয়ায় পূর্বের প্রায় ১২০ কিলোমিটার পথের ভ্রমণ প্রায় অর্ধেক সময়ে সম্পন্ন হবে। ফলে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও কৃষি পণ্যের পরিবহনে সময় ও খরচের উল্লেখযোগ্য সাশ্রয় হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন। উপদেষ্টা সজিব ভুঁইয়া বলেন, এই সেতু উত্তরাঞ্চলের পিছিয়ে থাকা অর্থনীতির চাকা সচল করবে এবং দরিদ্র ও কৃষক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সেতু প্রকল্প ২০১৪ সালে উদ্বোধন শুরু হয়। ১৪৯০ মিটার দীর্ঘ এই সেতুর উভয় পাশে ৮৬ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে। প্রকল্পের মধ্যে ৫৮টি বক্স কালভার্ট এবং ৯টি আরসিসি সেতু নির্মাণ করা হয়েছে। এছাড়া নদী ভাঙন রোধে স্থায়ী নদী শাসন ব্যবস্থা করা হয়েছে।

সেতুর উদ্বোধন পরবর্তী সময়ে চিলমারী, উলিপুর, রাজার হাট, ফুলবাড়ী, নাগেশ্বরী ও গাইবান্ধা জেলার মানুষ দ্রুত রাজধানীসহ দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সংযুক্ত হবে। এই সেতু এলাকা ব্যবসা-বাণিজ্য, কৃষি এবং যোগাযোগ ব্যবস্থার জন্য যুগান্তকারী ভূমিকা রাখবে।

মতামত দিন