মাইক্রোবাস দুর্ঘটনায় ৭জন নিহত, সেই চালেকর বিরুদ্ধে মামলা
নোয়াখালী প্রতিনিধি ॥ নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস দুর্ঘটনায় সাতজন নিহত হওয়ার ঘটনায় চালককে একমাত্র আসামি করে মামলা দায়ের করা হয়েছে। নিহতদের স্বজন এবং ওমান প্রবাসী মোহাম্মদ বাহার উদ্দিনের বাবা আবদুর রহিম শুক্রবার রাতে বেগমগঞ্জ থানায় মামলা করেন।ঘটনাটি ঘটেছিল বুধবার ভোরে বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাওয়ার সময় পূর্ব চন্দগঞ্জের গজদীশপুর এলাকায়। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসা বাহার উদ্দিন ও তার স্বজনরা বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে আসতেই চালকের ঘুমের কারণে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন।
নিহতরা হলেন— বাহারের নানি ফয়জুন নেসা, মা খুরশিদা বেগম, স্ত্রী কবিতা বেগম, দুই বছর বয়সী মেয়ে মীম আক্তার, ভাবি লাবনী বেগম, ভাতিজি লামিয়া আক্তার ও রেশমি আক্তার।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লিটন দেওয়ান জানান, মাইক্রোবাস চালক এনায়েত হোসেনকে একমাত্র আসামি করে মামলা করা হয়েছে। মামলাটি পরবর্তী ব্যবস্থার জন্য চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হবে। চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দ্রুত নেওয়া হবে।
স্থানীয়রা বলেছেন, দুর্ঘটনায় পরিবারের এমন বিশাল ক্ষতি গভীর শোকের মধ্যে রেখেছে পুরো এলাকার মানুষকে। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে তাদের দাবি।
মতামত দিন