জেলার খবর

ভূরুঙ্গামারীতে চার্জে থাকা অটোরিকশা ছুঁতেই মৃত্যু গৃহবধূর

কুড়িগ্রাম প্রতিনিধি ॥ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈদ্যুতিক ত্রুটিজনিত দুর্ঘটনায় গৃহবধূ জরিনা বেগমের মৃত্যু ঘটেছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত জরিনা বেগম তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের ছফর উদ্দিনের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিবেশী আরিফুল একটি নতুন অটোরিকশা কিনে বাড়িতে চার্জে দেন। সেটি দেখতে যান জরিনা বেগম। কৌতূহল থেকে তিনি অটোরিকশাটি স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, ‘‘অটোরিকশাটিতে বৈদ্যুতিক ত্রুটি ছিল। চার্জারে লাগানো অবস্থায় যানটি বিদ্যুতায়িত হয়ে যায়। এতে জরিনা বেগম দুঃখজনকভাবে প্রাণ হারান।’’

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তবে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই বলেন, গ্রামীণ এলাকায় চার্জার ভ্যান ও অটোরিকশার বৈদ্যুতিক সংযোগ প্রায়ই অরক্ষিত থাকে। এগুলো নজরদারি ও নিরাপদ ব্যবস্থাপনায় না আনলে এ ধরনের দুর্ঘটনা আবারও ঘটতে পারে।

মতামত দিন