ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিতে ১০ মাস পর এসিল্যান্ড পদায়ন
নওগাঁ প্রতিনিধি ॥ নওগাঁর আত্রাইয়ে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব নিয়েছেন নূরে আলম সিদ্দিক। গাইবান্ধা জেলার এই তরুণ প্রশাসনিক কর্মকর্তা ৪০তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগ দেন। বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি ভূমি সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার ব্যক্ত করেন।তিনি বলেন, “ভূমি সেবার ক্ষেত্রে কোনো প্রকার হয়রানি, দালালি কিংবা অপ্রয়োজনীয় জটিলতা মেনে নেওয়া হবে না। সাধারণ মানুষ যাতে সহজে ভূমি অফিসে এসে সেবা নিতে পারে, সেটাই হবে আমার প্রধান লক্ষ্য।”
এছাড়া, ভূমি অফিস সম্পর্কে জনগণের নেতিবাচক ধারণা ভাঙতে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। নূরে আলম বলেন, “কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর অনিয়ম ও দুর্নীতির কারণে বছরের পর বছর সাধারণ মানুষ ভূমি অফিসকে ভয় ও ভোগান্তির জায়গা হিসেবে দেখছে। আমি চাই এই চিত্র বদলাতে, যাতে জনগণ আস্থার সঙ্গে সেবা নিতে পারে।”
প্রসঙ্গত, গত ৩০ অক্টোবর সাবেক এসিল্যান্ড সিনথিয়া হোসেন বদলি হয়ে গেলে পদটি দীর্ঘ ১০ মাস শূন্য থাকে। এতে স্থানীয়রা নানা সমস্যার সম্মুখীন হন। নতুন এসিল্যান্ড যোগদান করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার পদটি এখনও শূন্য রয়ে গেছে। বর্তমানে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান অতিরিক্ত দায়িত্বে আত্রাইয়ের ইউএনও পদে কাজ করছেন।
স্থানীয়রা আশা করছেন, ভূমি সেবা সহজ ও স্বচ্ছ করার পাশাপাশি প্রশাসনের অন্যান্য শূন্য পদেও দ্রুত কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হবে। এতে উন্নয়ন কার্যক্রম ও জনসেবা আরও গতি পাবে বলে তারা বিশ্বাস করেন।
মতামত দিন