জেলার খবর

ভূঞাপুরে মাদক সেবনের দায়ে যুবক কারাদণ্ডে দণ্ডিত

টাঙ্গাইল প্রতিনিধি ॥ টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক সেবনের অপরাধে সাব্বির হোসেন নামে এক যুবককে দুই বছরের জেল ও ৫০০ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে চর নিকলা গ্রামে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড প্রদান করা হয়। অভিযানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব হোসাইন নেতৃত্ব দেন। উপস্থিত ছিলেন থানার পুলিশ সদস্যরা।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব হোসাইন জানান, গোপন সূত্রে জানা যায়, সাব্বির হোসেন দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিল। পরে পুলিশসহ তার বাড়িতে অভিযান চালানো হয় এবং মাদক সেবন অবস্থায় তাকে ধরা হয়।

ম্যাজিস্ট্রেট জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী সাব্বির হোসেনকে দুই বছরের কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, জনগণের স্বার্থে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এমন ধরনের অপরাধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা মনে করেন, এই ধরনের অভিযান যুব সমাজকে মাদক থেকে বিরত রাখতে সহায়ক হবে এবং এলাকায় শান্তি বজায় রাখতে প্রশাসন কার্যকর ভূমিকা রাখবে।

মতামত দিন