ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক ব্যবসায়ীর সাজা
টাঙ্গাইল প্রতিনিধি ॥ টাঙ্গাইলের ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালত দুই মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা করেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কষ্টাপাড়া ও ভালকুটিয়া গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।দণ্ডপ্রাপ্তরা হলেন—ভালকুটিয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে আব্দুল মালেক ও কষ্টাপাড়া গ্রামের সমেশের ছেলে শুক্কুর আলী। এর মধ্যে মালেককে দুই বছরের কারাদণ্ড ও সাড়ে ৫ হাজার টাকা জরিমানা এবং শুক্কুর আলীকে ছয় মাসের কারাদণ্ড ও পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন। এ সময় উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম ও অন্যান্য পুলিশ সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এলাকাবাসীর শান্তি ও নিরাপত্তার স্বার্থে এ অভিযান চলমান থাকবে।
পুলিশ জানায়, আব্দুল মালেক ও শুক্কুর আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ছিল। তাদের সাজা কার্যকর হওয়ায় এলাকায় স্বস্তি নেমে এসেছে। প্রশাসন আশা করছে, এ ধরনের আইনগত পদক্ষেপে অন্যরা সতর্ক হবে।
মতামত দিন