ভুয়া পরিচয়ে অর্থ আত্মসাৎ, অবশেষে র্যাবের জালে প্রতারক
নোয়াখালী প্রতিনিধি ॥ নোয়াখালীর বেগমগঞ্জ থেকে এক ভুয়া র্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ সিপিসি-৩। শুক্রবার (১৫ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে উপজেলার চৌমুহনী রোডের হেলথ কেয়ার ডায়গনস্টিক সেন্টার এলাকা থেকে ইয়াসিন হোসেন (২৫) নামে ওই যুবককে আটক করা হয়। আটক ইয়াসিন সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর গ্রামের মৃত ইউসুফের ছেলে। এসময় তার কাছ থেকে নগদ ১ লক্ষ ১২ হাজার ৪শ টাকা, ভুয়া আইডি কার্ড এবং জাল সার্টিফিকেট উদ্ধার করা হয়।শনিবার (১৬ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু। তিনি জানান, ইয়াসিন নিজেকে র্যাব সদস্য পরিচয় দিয়ে বিভিন্নজনের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেন। চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা ছিল তার মূল কৌশল।
প্রতারণার শিকার আরিফ হোসেন নামে এক শিক্ষার্থী জানান, ইয়াসিন তাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সহকারী কাস্টম পদে নিয়োগ দেওয়ার আশ্বাস দেন। এসময় মোবাইলে র্যাবের পোশাক পরিহিত ছবি দেখিয়ে নিজেকে ঢাকায় কর্মরত র্যাব সদস্য পরিচয় দেন। এরই ধারাবাহিকতায় আরিফের কাছ থেকে তার খালাতো ভাই মিরাজসহ মোট ৬০ হাজার টাকা দুই ধাপে হাতিয়ে নেয়। পরে আরও টাকা দাবি করলে বিষয়টি সন্দেহজনক মনে হয় এবং র্যাবকে অবহিত করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াসিনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত টাকা, জাল কাগজপত্র ও ভুয়া পরিচয়পত্রসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব কর্মকর্তারা জানান, ইয়াসিন দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। তদন্তে আরও কারা তার সঙ্গে যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হবে। আইনশৃঙ্খলা বাহিনী বিশ্বাস করে, দ্রুত তদন্তের মাধ্যমে চক্রটির আসল চিত্র উন্মোচিত হবে।
মতামত দিন