ভারী বর্ষণে ভূরুঙ্গামারীর ১৫টি গ্রাম প্লাবিত
কুড়িগ্রাম প্রতিনিধি ॥ কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বিপদ সীমার ৬ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় উপজেলা ব্যাপক প্লাবনের মুখে পড়েছে। উপজেলার সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানদের তথ্যে জানা গেছে, প্রায় ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে এবং প্রায় ৫৫০টি পরিবার পানি বন্দি হয়ে পড়েছে।রোপা আমনসহ অন্যান্য ফসলের জমি পানির নিচে চলে গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার জানিয়েছেন, ১৭০ হেক্টর জমির ধান ও ১৫ হেক্টর সবজির জমি নিমজ্জিত হয়েছে। তবে বৃষ্টি থামলে পানি নেমে যাবে এবং ফসলের ক্ষতি সীমিত হবে।
চরভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক উদ্দিন বলেন, তার ইউনিয়নের চারটি গ্রামে মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। তিলাই ইউনিয়নের আতোয়ার রহমান ও পাইকেরছড়া ইউনিয়নের রবিউল ইসলাম জানিয়েছেন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কারণে ধান, পাট ও সবজি ফসলের ক্ষতি হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র জানিয়েছেন, দূর্যোগ মোকাবিলায় সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। ইউপি চেয়ারম্যানদের সার্বক্ষণিক কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে। শুকনো খাবার মজুদ করা হয়েছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
স্থানীয়রা আশঙ্কা করছেন, আরও ভারী বর্ষণ হলে প্লাবনের পরিধি বৃদ্ধি পেতে পারে। প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সতর্ক অবস্থানে রয়েছে।
মতামত দিন