ভারতে সাজা শেষে দেশে ফিরলেন চার বাংলাদেশি
মেহেরপুর প্রতিনিধি ॥ ভারতে সাজা ভোগ শেষে মেহেরপুরের মুজিবনগরে চার বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার বেলা ১১টার দিকে দারিয়াপুর সীমান্ত পার করে ‘পুশইন’ করার পর মুজিবনগর থানা পুলিশ তাদের আটক করে।আটক ব্যক্তিদের মধ্যে ১ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন। তারা হলেন— যশোর কোতোয়ালি থানার মৃত মশিয়ার রহমানের ছেলে তাহাজ্জেল হোসেন (৩৫), সাতক্ষীরার কালিগঞ্জ থানার হারান সরকারের স্ত্রী সুলতা সরকার (৪২), সাতক্ষীরার শ্যামনগর থানার মহিদুল ইসলামের স্ত্রী মনোয়ারা (৩৫) এবং মাদারীপুরের রাজৈর থানার ধ্রুব বারুরীর স্ত্রী তৃপ্তী বারুরী (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চিকিৎসার উদ্দেশ্যে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখানে অনুপ্রবেশের দায়ে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। সাজা ভোগ শেষে বিএসএফ দারিয়াপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশের ভেতরে ঠেলে দেয়।
মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, “চারজনকে আটক করে থানায় আনা হয়েছে। নাগরিকত্ব যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি ও স্থানীয় পুলিশ সদস্যরা সমন্বিতভাবে কাজ করছে।
মতামত দিন