বড় দুর্ঘটনার শঙ্কা, বয়তুল্ল্যাহ সেতুতে ভ্যান সরানোর দাবি
নওগাঁ প্রতিনিধি ॥নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুতে ভ্যানচালকদের অবৈধ পার্কিংয়ের কারণে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় ৭০–১০০টি ভ্যান সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে সেতুর ওপর। ফলে যান চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।এই সেতুটি আত্রাই, রানীনগর, মান্দা, নওগাঁ, রাজশাহী ও ভবানীগঞ্জের মধ্যে একটি প্রধান সড়ক যোগাযোগের মাধ্যম। প্রতিদিন হাজার হাজার যাত্রী ও পণ্যবাহী পরিবহন চলাচল করে এই সেতু দিয়ে। কিন্তু অবৈধ ভ্যান পার্কিংয়ের কারণে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হয়ে ভ্রমণকারী ও স্থানীয়দের ভোগান্তি চরমে উঠেছে।
একাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেছেন, এই সমস্যার কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী ও রোগী বহনকারী অ্যাম্বুলেন্স সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে। বিশেষ করে যানজটের কারণে অ্যাম্বুলেন্স আটকে থাকায় অনেক সময় জীবন ঝুঁকির মুখে পড়ে।
একজন দোকানদার জানান, সারাদিনই ভ্যানচালকরা সেতুর দুই পাশে যাত্রী ওঠানামা বন্ধ করে দেন। এতে কেবল যানজটই তৈরি হয় না, প্রায়ই যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণও করেন তারা।
স্থানীয় যুব সমাজের দাবি, অবিলম্বে একটি নির্দিষ্ট ভ্যান স্ট্যান্ড নির্মাণ করতে হবে, যেখানে ভ্যানগুলো সুশৃঙ্খলভাবে দাঁড়াতে পারবে।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাকিবুল হাসান জানান, প্রশাসন এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে এবং যাতে ভবিষ্যতে এ ধরনের অবৈধ পার্কিং আর না হয়, সে জন্য নিয়মিত নজরদারি চালানো হবে।
স্থানীয়দের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়বে।
মতামত দিন