জেলার খবর

বড়লেখায় সাজাপ্রাপ্তসহ পুলিশের অভিযানে ১১ গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি ॥ মৌলভীবাজারের বড়লেখা থানার বিশেষ অভিযানে এক সাজাপ্রাপ্ত দণ্ডপ্রাপ্তসহ পরোয়ানাভুক্ত মোট ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন ধারায় আরও একজনকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, বুধবার রাতভর থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এতে গোপালপুর গ্রামের কাউছার আহমদকে গ্রেফতার করা হয়, যিনি জিআর-৮৮/১৯ মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও পাঁচ হাজার টাকা জরিমানার দণ্ডিত আসামি।

অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিদেরও আটক করা হয়। তারা হলেন—সৎপুর গ্রামের রুবেল আহমদ, সমনবাগ চা বাগানের সুশীল ভুমিজ, কাশেমনগরের জানু বেগম, কেছরীগুলের হাওয়ারুন নেছা, বাঘাটিলার পিয়ারা বেগম ও জাহানারা বেগম।

অপরদিকে, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় রুমন আহমদ, রুবেল আহমদ ও কামিল আহমদকে আটক করা হয়। আর পুলিশ আইন ৩৪ ধারায় উত্তর মুছেগুল গ্রামের ফখর উদ্দিনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার মাধ্যমে এলাকায় শান্তি বজায় রাখা হবে বলেও আশ্বস্ত করেছে প্রশাসন।

মতামত দিন