বড়লেখায় বিদেশি মদ ও গাঁজাসহ ১জন গ্রেফতার
মৌলভীবাজার প্রতিনিধি ॥ মৌলভীবাজারের বড়লেখা থানার পুলিশ অভিযান চালিয়ে মদ ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শনিবার (৩১ আগস্ট) গভীর রাতে উপজেলার ফকিরবাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মুজিবুর রহমান (৪৮)। তিনি বড়লেখা উপজেলার ১নং বর্ণি ইউনিয়নের মুদৎপুর গ্রামের বাসিন্দা।অভিযান পরিচালনাকারী এসআই মো. আব্দুর রাকিব জানান, রাতের অভিযান চলাকালে মুজিবুরকে আটক করা হয়। পরে তার কাছে তল্লাশি চালিয়ে পাওয়া যায় ১০ বোতল ভারতীয় বিদেশি মদ ও ৩০০ গ্রাম গাঁজা। উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে মদের বোতলগুলো Officer’s Choice PREMIUM Whiskey ব্র্যান্ডের বলে নিশ্চিত করেছেন পুলিশ।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, আটককৃত মুজিবুর দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহের সঙ্গে যুক্ত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে স্থানীয়রা বলছেন, সীমান্তবর্তী এলাকার কারণে বিভিন্ন সময়ে ভারত থেকে অবৈধ মদ ও গাঁজা বাংলাদেশে প্রবেশ করছে। ফলে গ্রামীণ এলাকাগুলোতেও মাদক বিস্তার লাভ করছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকলে এলাকায় যুব সমাজ মাদক থেকে রক্ষা পাবে বলে তাদের প্রত্যাশা।
মতামত দিন