বৈরান নদীতে গোসল করতে গিয়ে প্রাণ হারাল শিশু লোকনাথ
টাঙ্গাইল প্রতিনিধি ॥ গোপালপুরে বৈরান নদীতে গোসল করতে গিয়ে প্রাণ হারিয়েছে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী লোকনাথ (৯)। বুধবার দুপুরে নগদা শিমলা ইউনিয়নের চর শিমলা গ্রামে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো এলাকা।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কয়েকজন শিশু একসাথে নদীতে গোসল করছিল। গোসল শেষে সবাই উঠে এলেও রঞ্জিতের ছেলে লোকনাথকে আর দেখা যায়নি। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। একপর্যায়ে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।
গোপালপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. খাদিমুজ্জামান বলেন, “সংবাদ পাওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। টাঙ্গাইল থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালায় এবং শিশুটিকে নদী থেকে উদ্ধার করে।”
শিশুটির লাশ উদ্ধার হওয়ার পর পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। শত শত মানুষ ছুটে আসে একনজর দেখতে। শিশুটির পরিবারে শোকের মাতম ছড়িয়ে পড়ে। মা-বাবার কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।
এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় নিরাপত্তা ও শিশুদের গোসলের সময় অভিভাবকদের সতর্ক থাকার দাবি তুলেছেন স্থানীয়রা। তারা বলেন, অসাবধানতার কারণে এ ধরনের দুর্ঘটনা প্রতিনিয়ত ঘটছে, যা রোধে সচেতনতা অত্যন্ত জরুরি।
মতামত দিন