বেগমগঞ্জে অসামাজিক কাজের অভিযোগে স্বেচ্ছাসেবক নেতা বহিষ্কার
নোয়াখালী প্রতিনিধি ॥ বেগমগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মো. নোমান বাবুকে অসামাজিক কার্যকলাপের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করেছে নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে জেলা দপ্তর সম্পাদক মাহবুব ফাহাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, দায়িত্বে থেকে নোমান বাবু সংগঠন পরিপন্থী কাজে জড়িত ছিলেন। জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে এই অভিযোগের প্রমাণ রয়েছে। তাই তাকে পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত গত রোববার রাতে। রাত আনুমানিক ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলার ৮নং ইউনিয়নের তফাদার গেইট এলাকার এক গৃহবধূর ঘরে অবস্থানকালে এলাকাবাসী তাকে আপত্তিকর অবস্থায় আটক করে। খবর পেয়ে স্থানীয় নেতারা গিয়ে তাকে উদ্ধার করেন। পরবর্তীতে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
এ বিষয়ে নোমান বাবু দাবি করেন, তিনি ষড়যন্ত্রের শিকার। তাকে একটি নারীসহ পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। যারা ফাঁসিয়েছে তারা পরবর্তীতে স্বীকার করবে যে তিনি নির্দোষ।
নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান জানান, তারা একটি ভিডিও পেয়েছেন, যা দেখে বিষয়টিকে অসামাজিক কাজ মনে হয়েছে। এজন্য তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং পরবর্তী সিদ্ধান্ত তদন্ত শেষে জানানো হবে।
মতামত দিন