বিয়ের দুই মাস না যেতেই ঠাকুরগাঁওয়ে স্বামীর পরকীয়া, নববধূর আত্মহত্যা
ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় স্বামীর প্রেমঘটিত সম্পর্কের জেরে মাত্র দুই মাসের সংসার ভেঙে গেল রুমি আক্তারের। অভিমান সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে প্রাণ দিয়েছেন মাত্র ১৮ বছরের এই তরুণী। সোমবার (৮ সেপ্টেম্বর) দুওসুও ইউনিয়নের আলোকছিপি গ্রামে এ ঘটনা ঘটে।নিহত রুমি আক্তারের বিয়ে হয় একই গ্রামের সুমন আলীর (২০) সঙ্গে। কিন্তু বিয়ের কিছুদিন পরই সুমন অন্য এক তরুণীর সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন। এ নিয়ে দাম্পত্য জীবনে বারবার ঝগড়া চলতে থাকে।
স্থানীয়রা জানান, গত রবিবার সুমন স্ত্রীকে রেখে প্রেমিকার সঙ্গে ঢাকায় চলে যান। এতে ক্ষুব্ধ হয়ে রুমি সোমবার সকালে বাড়ির ভেতর গলায় ফাঁস দেন। পরিবার ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও তিনি মারা যান।
বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) দিবাকর অধিকারী জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তিনি বলেন, “পরিবারের অভিযোগ পাওয়া গেলে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।”
গ্রামে এই ঘটনার পর শোকের আবহ বিরাজ করছে। স্থানীয়রা বলেন, স্বামীর অবহেলা আর পরকীয়ার কারণে এক নববধূর জীবন এভাবে নিভে যাওয়া সত্যিই হৃদয়বিদারক।
মতামত দিন