বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম প্রেমিকার অনশন
সিরাজগঞ্জ প্রতিনিধি ॥ সিরাজগঞ্জের রায়গঞ্জে ধর্ম, সমাজ ও প্রেমের সংঘাতময় এক অনন্য ঘটনা ঘটেছে। বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে এক মুসলিম নারী প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেছেন। এতে শ্যামেরঘন গ্রামে শুরু হয়েছে উত্তেজনা ও জনচাঞ্চল্য।শনিবার (১৪ জুন) সকাল থেকে রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের শ্যামেরঘন গ্রামের বাসিন্দা দীনেশ চন্দ্রের ছেলে উজ্জ্বল চন্দ্রের বাড়িতে অবস্থান নেন ৩২ বছর বয়সী তানজিলা আক্তার। তিনি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বাসিন্দা ও ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত ছিলেন।
তানজিলা অভিযোগ করেন, ঢাকায় চাকরির সুবাদে উজ্জ্বল চন্দ্রের সঙ্গে তার পরিচয় হয়, যা পরে গভীর প্রেমে রূপ নেয়। উজ্জ্বল তাকে বিয়ের আশ্বাস দিয়ে মুসলিম ধর্ম গ্রহণ করার কথাও বলেছিলেন। তানজিলার দাবি, এই বিশ্বাসে তিনি শারীরিক সম্পর্ক গড়ে তুলেছেন এবং উজ্জ্বল বিভিন্ন সময়ে তার কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়েছেন।
“সে আমাকে ভালোবাসার অভিনয় দেখিয়ে বারবার শারীরিক সম্পর্ক করেছে। এখন পরিবারকে সামনে এনে সম্পর্ক অস্বীকার করছে,” — বলেন তানজিলা।
তিনি আরও জানান, প্রতারণার শিকার হয়ে তিনি বাধ্য হয়েছেন প্রেমিকের বাড়িতে অবস্থান নিতে, যতক্ষণ না তাকে বিয়ে করা হয়, ততক্ষণ তিনি সেখান থেকে যাবেন না।
এদিকে অভিযুক্ত উজ্জ্বল চন্দ্রের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। তার পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। গ্রামে এ ঘটনাকে ঘিরে স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
সলঙ্গা থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, “ঘটনাটি সম্পর্কে থানায় কোনো অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সূত্রে জানা যায়, উভয় পক্ষের মধ্যে আপোষ-মীমাংসার চেষ্টা চলছে। তবে তানজিলা আক্তার তার অবস্থান থেকে সরতে নারাজ। সমাজ, ধর্ম ও প্রেমের এমন টানাপোড়েন শ্যামেরঘন গ্রামে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
মতামত দিন