জেলার খবর

বিদেশি ভরসায় দেশ চলবে না: জাহিদ হোসেন

ডেস্ক রিপোর্ট ॥ দিনাজপুরের হাকিমপুরে অনুষ্ঠিত এক কর্মীসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ, কোনো বিদেশি প্রভু নয়। গণতন্ত্রের মালিক জনগণ, তাদের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে।”

বৃহস্পতিবার (২২ মে) সকালে হাকিমপুর মহিলা কলেজের হলরুমে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলকে নির্বাচনমুখী করার লক্ষ্যে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে ডা. জাহিদ হোসেন আরও বলেন, “বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সময়ের সুযোগে ক্ষমতায় আছে। তবে ভালোবাসার রাজনীতি চিরস্থায়ী নয়। অতীতে যাদের জনগণ সমর্থন দিয়েছিল, সময়ের সঙ্গে তাদের অনেকেই হারিয়ে গেছে। এখন সময় এসেছে আত্মসমালোচনার ও জনগণের কাছে ফিরে যাওয়ার।”

তিনি হুঁশিয়ার করে বলেন, “বিএনপিকে কটাক্ষ করে কেউ নিরাপদ থাকবে না। দেশপ্রেমিক জনগণ এমন আচরণের উপযুক্ত জবাব দেবে। দেশের রাজনীতিতে আর কাঁচামাল দিয়ে কাজ হবে না, জনগণের ভাষা বুঝতে হবে।”

কর্মীসভায় সভাপতিত্ব করেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান। উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন, সহকারী অধ্যাপক মো. শাহিনুর ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

সভায় নেতারা বলেন, বিএনপির প্রস্তুতি এখন মাঠপর্যায়ে জোরদার হচ্ছে। কেন্দ্রীয় নেতৃত্বের বার্তা অনুযায়ী আন্দোলন ও নির্বাচনের জন্য তৃণমূলে সংগঠনকে শক্তিশালী করা হচ্ছে।

মতামত দিন