বিকাশ লেনদেনের প্রমাণে ধরা খেলেন ছাত্রদল নেতা!
কুমিল্লা প্রতিনিধি ॥ দেবীদ্বারের কলেজ রোডের কম্পিউটার টাইপিং ব্যবসায়ী আমির হোসেনের কাছ থেকে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক ছাত্রদল নেতা ওবায়দুল ইসলাম হৃদয়কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় এবং শুক্রবার কুমিল্লা কোর্ট হাজতে পাঠানো হয়।মামলার অভিযোগে বলা হয়, ৫ আগস্টের পর থেকে হৃদয় ও অজ্ঞাতনামা কয়েকজন প্রতিদিন ৫ শত টাকা করে চাঁদা দাবি করেন। নিয়মিত টাকা না দিলে নানা ভাবে ভয়ভীতি দেখানো হয়। পরবর্তীতে মাসিক ১৫ হাজার টাকা ধার্য করা হয়। টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যার হুমকি ও তার স্কুলপড়ুয়া মেয়েকে অপহরণের হুমকি দেওয়া হয়।
ভুক্তভোগী জানান, মেয়ের নিরাপত্তার জন্য স্কুলে যাওয়া বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তিনি। এমনকি রাতে ব্যবসায়ীকে বাড়িতে গিয়ে দরজা-জানালা পিটিয়ে আতঙ্ক সৃষ্টি করতেন অভিযুক্তরা। বিষয়টি স্থানীয় বিএনপি নেতাকে জানানোর পর তার পরামর্শে থানায় মামলা দায়ের করা হয়।
ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, প্রমাণ হিসেবে মোবাইল মেসেজ ও বিকাশ লেনদেনের স্ক্রিনশট সংগ্রহ করা হয়েছে। এসব যাচাইয়ের ভিত্তিতে হৃদয়কে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
মতামত দিন