জেলার খবর

বিএসএফ ফের পুশ ইন করল ৩৪ জনকে

খাগড়াছড়ি প্রতিনিধি ॥ বাংলাদেশ-ভারত সীমান্তে আবারও বাড়ছে উত্তেজনা। খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে ভারতের হরিয়ানা রাজ্য থেকে ৩৪ জন নারী, পুরুষ ও শিশুকে পুশ ইন করেছে বিএসএফ। সোমবার (২৬ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত এই পুশ ইন কার্যক্রম চালানো হয়। সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।

প্রথমে সকাল সাড়ে ৫টায় মাটিরাঙ্গার আচালং ডিপিপাড়া সীমান্ত দিয়ে ১৯ জন নারী, পুরুষ ও শিশুকে ঠেলে দেওয়া হয়। এরপর সকাল ১২টার দিকে পানছড়ির সীমানা পাড়া এবং দুপুর দেড়টায় গিলাতলী সীমান্ত দিয়ে আরও দুই দফায় ৭ জন করে মোট ১৪ জনকে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ।

বিজিবি সূত্রে জানা গেছে, পুশ ইন হওয়া ব্যক্তিরা ভারতের হরিয়ানা রাজ্যে বসবাস করতেন। কীভাবে তারা সেখানে গিয়েছিলেন এবং আদৌ তারা বাংলাদেশি কি না, সে বিষয়ে তথ্য যাচাই করা হচ্ছে। স্থানীয় প্রশাসন বলছে, পরিচয় শনাক্ত না হওয়া পর্যন্ত তাদের হেফাজতে রাখা হবে।

মাটিরাঙ্গার ১৯ জনকে রাখা হয়েছে ডিবিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পানছড়ির ৭ জন পানছড়ি থানা পুলিশের হেফাজতে এবং বাকি ৭ জন ফিলাতলী বিজিবি ক্যাম্পে রয়েছে।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পরিচয় নিশ্চিত হলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।” পানছড়ি থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, “আমরা প্রত্যেকের বিষয়ে খোঁজ নিচ্ছি। বাংলাদেশি হলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

এ ঘটনায় সীমান্ত এলাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, বারবার এভাবে ভারত থেকে লোক ঠেলে পাঠানো মানবিক ও সামাজিক সমস্যার সৃষ্টি করছে। তারা দ্রুত কূটনৈতিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।

চলতি মে মাসেই দফায় দফায় অন্তত ৯০ জনকে খাগড়াছড়ির সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করেছে বিএসএফ। বিষয়টি এখন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার দৃষ্টি আকর্ষণ করছে।

মতামত দিন