বিএসএফ'র পুশইন অব্যাহত, ১ মাসে ঠেলে দিয়েছে ৩১৭ জন
মৌলভীবাজার প্রতিনিধি ॥ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আবারও বাংলাদেশি নাগরিকদের পুশইন করেছে। শুক্রবার (৩০ মে) সকালে মৌলভীবাজার জেলার জুড়ী ও কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় শিশুসহ ২৯ জন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের রাজকি সীমান্ত এলাকা থেকে শিশুসহ ১০ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির রাজকি বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আবুল হাশেম জানান, ভোরে বিএসএফ তাদের সীমান্তের ভেতরে ঠেলে দেয়। আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ২ জন নারী ও ৪ জন শিশু রয়েছে।
জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা কুড়িগ্রামের বাসিন্দা। কাজের সন্ধানে বহু বছর আগে ভারতে গিয়েছিলেন এবং হরিয়ানায় দিনমজুর হিসেবে কর্মরত ছিলেন। সেখানকার পুলিশ তাদের ৯ মে আটক করে এবং পরে বিএসএফের কাছে হস্তান্তর করে। ভারতীয় কর্তৃপক্ষ তাদের মুঠোফোন ও পরিচয়পত্র জব্দ করে সীমান্তে পুশইন করে দেয়।
৫২-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, তথ্য যাচাই-বাছাই শেষে প্রমাণিত হয়েছে তারা বাংলাদেশি নাগরিক। পরে তাদের জুড়ী থানায় হস্তান্তর করা হয়।
এদিকে, কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় সীমান্তের চাম্পাছড়া ও বাগীছড়া এলাকা থেকেও ১৯ জনকে আটক করা হয়। ভোর ৪টায় বাগীছড়া থেকে ৫ জন এবং সকাল ৭টায় চাম্পাছড়া থেকে ১৪ জনকে বিজিবি আটক করে। বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতদের অধিকাংশের বাড়ি কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়। তারা দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করছিলেন। বিজিবির পক্ষ থেকে তাদের পরিচয় যাচাই করে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মতামত দিন