জেলার খবর

বিএনপি নেতার আশ্রয়েও হয়নি রক্ষা, রাসিক মেয়র লিটনের এপিএস গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি ॥ রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের এপিএস (ব্যক্তিগত সহকারী) আব্দুল ওয়াহেদ খান টিটু (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) ভোর ৫টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার চাকরাইল গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বদলগাছী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে, টিটু বদলগাছী উপজেলার চাকরাইল গ্রামের সাগর চৌধুরীর বাড়িতে আশ্রয় নিয়েছেন। এরপর সেখানে অভিযান চালিয়ে টিটুকে গ্রেপ্তার করা হয়। সাগর চৌধুরী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি হিসেবেও পরিচিত।

পুলিশ আরও জানায়, টিটুর বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

গ্রেপ্তারকৃত আব্দুল ওয়াহেদ খান টিটু রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। রাজনৈতিকভাবে সক্রিয় এই ব্যক্তির হঠাৎ গ্রেপ্তার রাজশাহীতে আলোচনার জন্ম দিয়েছে।

সংশ্লিষ্ট মহল মনে করছে, টিটুর বিএনপি নেতার বাড়িতে অবস্থান করাটাও বিশেষ রাজনৈতিক গুরুত্ব বহন করে। তবে এ বিষয়ে এখনো দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মতামত দিন