জেলার খবর

বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ এম. এ. কাদের আর নেই

বানারীপাড়া প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়া ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা এম. এ. কাদের (৭৫) আর নেই। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মরহুম কাদের দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এবং অসংখ্য ভক্ত-শিক্ষার্থী রেখে গেছেন। তিনি ছিলেন বানারীপাড়া পৌর শহরের ৩নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা।

শুক্রবার বাদ জুমা বানারীপাড়া পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদুর রহমান, থানার ওসি মো. মোস্তফা ছাড়াও অসংখ্য সাধারণ মানুষ জানাজায় অংশ নেন।

পরে বাদ আসর উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ভবানীপুর গ্রামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমকে দাফন করা হয়।

অধ্যাপক কাদেরের মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। তারা বলেছেন, তিনি ছিলেন একজন সৎ, নির্লোভ ও নিবেদিতপ্রাণ মুক্তিযোদ্ধা। শিক্ষাজীবনে তিনি শত শত শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলেছেন।

তার মৃত্যুতে বরিশালের শিক্ষাঙ্গন ও মুক্তিযোদ্ধা সমাজ এক যোগ্য অভিভাবককে হারাল বলে শোকবার্তায় উল্লেখ করা হয়।

মতামত দিন