জেলার খবর

বানারীপাড়ায় ধানবস্তার নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু

বানারীপাড়া প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তালাপ্রসাদ গ্রামে ধানের বস্তার নিচে চাপা পড়ে আল মাহমুদ নামে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু ওই গ্রামের মো. রাসেলের ছেলে।

জানা গেছে, শনিবার (১৯ এপ্রিল) দুপুরে শিশুটি তার বাবার সঙ্গে জমি থেকে মাড়াই করা ধানবস্তা ঠেলাগাড়িতে করে বাড়ি আনছিল। এ সময় ঠেলাগাড়িটি হঠাৎ উল্টে যায় এবং ধানের ভারী বস্তাগুলোর নিচে চাপা পড়ে শিশু আল মাহমুদ। মুহূর্তের মধ্যে হতভম্ব হয়ে পড়ে উপস্থিত সবাই।

তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) রেফার্ড করেন।

রবিবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। শিশুটির মৃত্যুতে তার পরিবারে নেমে আসে নিস্তব্ধতা ও শোকের ছায়া। মা-বাবার আহাজারিতে তালাপ্রসাদ গ্রামে সৃষ্টি হয়েছে এক হৃদয়বিদারক পরিবেশ। প্রতিবেশীরা শিশুটির এমন করুণ পরিণতিতে শোকাহত ও বিমর্ষ।

শিশুটির বাবা মো. রাসেল বলেন, “আমার চোখের সামনে ধানবস্তা উল্টে আমার সন্তানকে চিরতরে নিয়ে গেল। সবকিছু শেষ হয়ে গেল এক মুহূর্তেই।”

একটি খেলার বয়সে শিশুটির এভাবে প্রাণ হারানোতে এলাকাবাসীও ব্যথিত। স্থানীয়রা বলছেন, এমন দুর্ঘটনা খুবই বেদনাদায়ক, যার প্রভাব দীর্ঘদিন এলাকাবাসীর মনে থেকে যাবে।

এই মর্মান্তিক ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে শিশুসুরক্ষা বিষয়ে সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন অনেকেই।

মতামত দিন