জেলার খবর

বানারীপাড়ায় ট্রলার সংঘর্ষে প্রাণ গেল বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নানের

বরিশাল প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়া উপজেলায় যাত্রীবাহী দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত সাবেক বিডিআর সদস্য আঃ মান্নান বেপারী (৮০) প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার সন্ধ্যা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা মান্নান পশ্চিম পাড় থেকে ছোট ট্রলারে চড়ে পূর্বপাড়ের বন্দর বাজারে যাচ্ছিলেন। পথে একটি বড় যাত্রীবাহী ট্রলারের সঙ্গে ছোট ট্রলারের সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ছোট ট্রলারের আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তবে তারা প্রাথমিক চিকিৎসা নিয়েই বাড়ি ফিরে গেছেন।

গ্রামের মানুষ জানান, আঃ মান্নান ছিলেন মুক্তিযুদ্ধকালীন সাহসী যোদ্ধা ও সমাজসেবক। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার সকাল ১০টায় গরদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন হবে।

বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা জানান, ঘটনাটি দুঃখজনক। পরিবার অভিযোগ করলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন