জেলার খবর

বাউফলে কৃষককে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন !

পটুয়াখালী প্রতিনিধি ॥ বাউফল উপজেলার কর্পূরকাঠি গ্রামে জমি সংক্রান্ত পারিবারিক বিরোধে নজরুল মাতব্বরকে (৫৪) গাছে বেঁধে রাখার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নজরুলকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয়দের অভিযোগ, মৃত সিদ্দিক মাতব্বরের চার সন্তান—নজরুল, আবু তাহের, মাইনুল ইসলাম ও মোজ্জাম্মেল—মিলে পৈতৃক জমি সমান ভাগে ব্যবহার করতেন। ওইদিন নজরুল চাষ করতে গেলে তার মা জয়নব বিবি বাধা দেন। বিষয়টি কেন্দ্র করে মা-ছেলের মধ্যে তর্ক বেধে যায়। এরপর তিন ভাই নজরুলকে গাছে বেঁধে রাখে বলে অভিযোগ।

সামাজিক মাধ্যমে ভাইদের এই কাজের ভিডিও ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনায় হস্তক্ষেপ করে। মা জয়নব বিবি জানিয়েছেন, “নজরুল আমার অনুমতি না নিয়ে অন্যদের জমিতে চাষ শুরু করায় আমি বাধা দিয়েছিলাম। সে আমাকে মারধর করে।” কিন্তু ছোট ভাই আবু তাহের দাবি করেন, “নজরুল নিজে নিজেকে বেঁধেছে এবং আমাদের দোষারোপ করতে চাইছে।”

নজরুল মাতব্বর জানান, “আমাকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। আমার কোনও অন্যায় হয়নি।”

বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন, “নজরুলকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার ভাই ও মাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

মতামত দিন