বাইশারী স্কুলের শিক্ষক মালেক হাওলাদার আর নেই, শোক
বরিশাল প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক মো. আ. মালেক হাওলাদার (৩৫) ব্রেন স্ট্রোকজনিত কারণে রোববার (১১ মে) দুপুর ২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না...রাজিউন)।মালেক হাওলাদারের মৃত্যুতে পরিবার, সহকর্মী এবং স্থানীয় সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বাইশারী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন এবং তার শিক্ষার প্রতি আগ্রহ ও আন্তরিকতা তাকে ছাত্রদের মধ্যে জনপ্রিয় করে তুলেছিল।
মৃত্যুর পর তার মরদেহ উপজেলা উদয়কাঠি ইউনিয়ন প্রগতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। সোমবার (১২ মে) সকাল ৮টায় জানাজার পর তার মরদেহ উদয়কাঠি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে, মালেক হাওলাদারের মৃত্যুর খবরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। তারা তার কর্মময় জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
তার শোকাহত পরিবারের সদস্যরা এই দুঃখজনক ঘটনার মধ্যে স্বজনহারার বেদনায় ডুবে রয়েছেন এবং এলাকার মানুষ তার অনন্য শিক্ষকতা ও সহানুভূতির জন্য তাকে স্মরণ করবেন।
মতামত দিন