জেলার খবর

বাঁশের সাঁকোই ভরসা, উন্নয়ন বঞ্চিত ১০ গ্রামের কান্না

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ বছর পেরিয়ে যুগ, যুগ পেরিয়ে প্রজন্ম—কিন্তু ঠাকুরগাঁওয়ের আকচা ইউনিয়নের ২৫ হাজার মানুষ এখনো স্বপ্ন দেখে একটি ব্রিজের। উন্নয়নের দাপট যেসব জায়গায় পৌঁছায়নি, তার বড় প্রমাণ পালপাড়ার ঘাট। এখানে টাঙ্গন নদীর ওপর বাঁশের তৈরি এক সাঁকো দিয়েই পাড়ি দিতে হয় হাজারো মানুষকে।

পালপাড়া, সেনপাড়া, ঝাকুয়াপাড়া, চরঙ্গীসহ আশপাশের ১০টি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে বাঁশের সাঁকো ব্যবহার করে আসছে। প্রতিদিনই এই সাঁকো পার হয় ছাত্র-ছাত্রী, কৃষক, ব্যবসায়ী, গৃহবধূ, রোগীসহ সব শ্রেণির মানুষ। বর্ষায় পানিতে ভাসে নৌকা, শুষ্ক মৌসুমে কাঁপা বাঁশের উপর জীবনের ঝুঁকি।

স্থানীয় কৃষক আরিফ বলেন, “আমরা প্রচুর সবজি উৎপাদন করি। কিন্তু নদী পারাপারের সমস্যায় তা বাজারে নিতে পারি না। ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছি।”

বৃদ্ধা কিরণ বালা বলেন, “যুদ্ধের পর থেকে দেখছি এই বাঁশের সাঁকো। আর কতকাল?” শিক্ষার্থীদের জন্যও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ব্রিজ না থাকা। স্কুল-কলেজে যেতে গিয়ে সাঁকোতে পড়ে আহত হয়েছে বহু শিক্ষার্থী।

নির্বাচনের আগে প্রার্থীরা প্রতিশ্রুতি দেন, ভোটের পর আর খোঁজ মেলে না। “প্রতিবারই আসেন নেতা-মন্ত্রীরা, বলেন হবে, কিন্তু হয় না”—বললেন স্থানীয় বাসিন্দা শহিদুল।

একাধিকবার ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়ে গেছেন বিএনপি ও আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা। কিন্তু সেসব প্রতিশ্রুতি পরিণত হয়েছে লোক দেখানো ছবি আর মাপামাপির সীমায়।

এলজিইডির দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মামুন বিশ্বাস বলেন, “ব্রিজের জন্য আমরা প্রস্তাব পাঠিয়েছি, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”

স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ এখন চান দ্রুত বাস্তব পদক্ষেপ। একটি ব্রিজ নির্মাণ এই অঞ্চলের জীবনধারাই বদলে দিতে পারে।

মতামত দিন