বরিশালে ৫০ হাজার টাকার জাল নোট সহ দুই ব্যক্তি আটক
বরিশাল প্রতিনিধি ॥ বরিশাল নগরীর রুপাতলী বাসস্ট্যান্ড সংলগ্ন হোটেল মেট্রোপলিটন এলাকায় বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালের অভিযান চালিয়ে ৫০ হাজার টাকার জাল নোটসহ দুই ব্যক্তিকে আটক করেছে বিএমপি গোয়েন্দা শাখা। অভিযানে অংশ নেন এসআই মোঃ কামাল হোসেন, কং/মোঃ ফরিদ হোসেন, কং/মোঃ ফাহাদ হোসেন, কং/মোঃ নুর উদ্দিন ও কং/মোঃ আহসান হাবিব।আটক ব্যক্তিরা হলেন মোঃ সাদ্দাম হোসেন (৩৫) এবং মোঃ ইমরুল সিকদার (৩২)। তাদের হেফাজত থেকে ৫০টি জাল নোট উদ্ধার করা হয়, যার মোট মূল্য ৫০,০০০ টাকা। পুলিশের তথ্যানুযায়ী, নোটগুলো ১,০০০ টাকা মূল্যের। অভিযানটি গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত হয়।
বিএমপি জানায়, আটকরা নোটগুলো ব্যবহার করে অবৈধ লেনদেনের পরিকল্পনা করছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশ আরও তৎপর থাকবে।
অভিযান সফল হওয়ায় এলাকায় নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে। পুলিশের দায়িত্বশীল পদক্ষেপ এলাকার সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। গোয়েন্দা সূত্রে জানা যায়, অভিযানের সময় কোনো ধরনের উত্তেজনা বা সংঘর্ষের ঘটনা ঘটেনি।
পুলিশ আশা করছে, এই ধরনের অভিযান স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে এবং জাল নোট তৈরি ও বন্টনের ঘটনা কমাবে।
মতামত দিন