বরিশালে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, লঞ্চ চলাচল বন্ধে জনদুর্ভোগ
বরিশাল প্রতিনিধি ॥ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বরিশালে টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে জনজীবন চরমভাবে ব্যাহত হচ্ছে। বুধবার (২৮ মে) রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাত বৃহস্পতিবার সকাল থেকে কখনও মুষলধারে, কখনও হালকা আকারে অব্যাহত রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় বরিশালে ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের ছোট লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। বরিশালের উপ-পরিচালক সেলিম রেজা বলেন, আবহাওয়ার অবনতির কারণে বরিশাল নদীবন্দরকে ২ নম্বর এবং পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছোট যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
এই সিদ্ধান্তের ফলে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বিশেষ করে ভোলা, হিজলা, মেহেন্দীগঞ্জ, লক্ষ্মীপুরসহ আশেপাশের জেলার মানুষরা যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছেন। নৌযান বন্ধ থাকায় অনেকে গন্তব্যে পৌঁছাতে পারছেন না, আবার কেউ মাঝপথে আটকে পড়েছেন।
টানা বৃষ্টির কারণে স্কুল-কলেজ ও অফিসগামী মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নগরীর অনেক এলাকায়। অন্যদিকে, নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি থাকায় অনেক এলাকায় প্লাবনের আশঙ্কাও দেখা দিয়েছে।
স্থানীয় প্রশাসন জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত এই দুর্ভোগ অব্যাহত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
মতামত দিন