জেলার খবর

বরিশালে সাংবাদিক গোলাম সারওয়ারের মৃত্যুবার্ষিকী পালন

বরিশাল প্রতিনিধি ॥ দেশের আধুনিক সংবাদপত্রের পথিকৃৎ, সাংবাদিক ও মুক্তিযোদ্ধা গোলাম সারওয়ারের সপ্তম মৃত্যুবার্ষিকী বরিশালের বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে বানারীপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডে প্রয়াতের গ্রামের বাড়িতে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ইয়াতিমখানার শিশুসহ স্থানীয় মানুষ, আত্মীয়-স্বজন ও সাংবাদিক সমাজের প্রতিনিধিরা।

গোলাম সারওয়ার ২০১৮ সালের ১৩ আগস্ট ৭৫ বছর বয়সে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি টানা পাঁচ দশক দেশের সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সমকালের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে তিনি সাংবাদিকতাকে দায়িত্বশীল, পেশাদার ও অসাম্প্রদায়িক আদর্শে প্রতিষ্ঠিত করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতক সম্মানসহ এমএ ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবনে দৈনিক আজাদী ও দৈনিক সংবাদে কাজের মাধ্যমে সাংবাদিকতায় প্রবেশ করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বরিশালের বানারীপাড়ায় সক্রিয় ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধের পর তিনি সংক্ষিপ্ত সময় প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

গোলাম সারওয়ার দৈনিক ইত্তেফাকে জ্যেষ্ঠ সহ-সম্পাদক হিসেবে যোগ দেন। পরবর্তীতে যুগান্তরের প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে দেশের সাংবাদিক সমাজে অবিস্মরণীয় ভূমিকা রাখেন। তিনি বাংলাদেশ সম্পাদক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। সাহিত্যে সাবলীল বিচরণ ও দক্ষ ছড়াকার হিসেবে সমকালীন সাহিত্যচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর লেখা গ্রন্থের মধ্যে ‘রঙিন বেলুন’, ‘সম্পাদকের জবানবন্দি’, ‘অমিয় গরল’, ‘আমার যত কথা’ উল্লেখযোগ্য।

২০১৪ সালে একুশে পদক, ২০১৬ সালে কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের আজীবন সম্মাননা এবং ২০১৭ সালে আতাউস সামাদ স্মারক ট্রাস্ট আজীবন সম্মাননা লাভ করেন। সমকাল পরিবারের পক্ষ থেকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ অনুষ্ঠিত হয়।

মতামত দিন