জেলার খবর

বরিশালে বাল্কহেডের ধাক্কায় পুরনো ব্রিজ ভেঙে বিচ্ছিন্ন চারটি গ্রাম

বরিশাল প্রতিনিধি ॥ বরিশালের সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লামছড়ি এলাকায় একটি পুরনো ব্রিজ বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় ভেঙে খালের মধ্যে পড়ে গেছে। এর ফলে চারটি গ্রামের মানুষের চলাচল প্রায় দুই দিন ধরে বন্ধ রয়েছে এবং বরিশাল শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিজটি ভেঙে পড়ে ১০ সেপ্টেম্বর রাতের ঘটনায়। ব্রিজের ধ্বংস হওয়ায় দক্ষিণ লামছড়ি, চরবাড়িয়া, কাজীরচর ও হরিনাথপুর গ্রামের মানুষগুলো চরম সমস্যার মুখোমুখি। স্কুল, বাজার এবং অন্যান্য জরুরি যাতায়াত ব্যাহত হয়েছে।

লামছড়ি এলাকার বাসিন্দা মো. জয়নাল আবেদীন বলেন, “স্কুলে যাওয়া, দোকান বা বাজারে যাতায়াত করা সম্ভব হচ্ছে না। এটি ছিল আমাদের একমাত্র চলাচলের পথ।” স্থানীয় ইউপি সদস্য মো. আল-মামুন জানান, ব্রিজটি পুরনো এবং দীর্ঘদিন ধরে রাতের আঁধারে বালু পরিবহন করা হতো। বুধবার রাতে বাল্কহেড ধাক্কায় ব্রিজটি ভেঙে পড়ে।

বরিশাল সদর উপজেলার প্রকৌশলী ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে। অস্থায়ীভাবে একটি সাঁকো নির্মাণের উদ্যোগ নেওয়া হবে যাতে এলাকার মানুষ চলাচলে সুবিধা পায়। ভবিষ্যতে বরাদ্দ পেলে নতুন ব্রিজ নির্মাণ করা হবে।

স্থানীয়রা প্রশাসনকে সতর্ক করেছেন, পুরনো ব্রিজের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ যথাযথ না হলে ভবিষ্যতে আরও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

মতামত দিন