বরিশালে বন্ধুর ছুরিকাঘাতে নিহত মোটর মেকানিক ইয়াসিন
বরিশাল প্রতিনিধি ॥ বরিশালের বাবুগঞ্জে বন্ধুর হাতে ছুরিকাঘাতে আহত মোটর মেকানিক ইয়াসিন (২৪) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একমাত্র ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছে পরিবার। শনিবার (৩০ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।মামলা সূত্রে জানা গেছে, মোটরসাইকেল কেনার জন্য ইয়াসিনের কাছ থেকে ১৫ হাজার টাকা ধার নেন তার বন্ধু মমিনুল ইসলাম লিমন। দীর্ঘদিন টাকা ফেরত না দেওয়ায় ইয়াসিন তার মোবাইল ফোন রেখে দেন। এতে ক্ষুব্ধ হয়ে লিমন প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। ২২ আগস্ট রাতে ফোনে ডেকে নিয়ে ইয়াসিনকে নদীর পাড়ে প্রথমে মারধর করে লিমন ও তার সহযোগীরা। পরে একই দিন রাত ১০টা ৪৫ মিনিটে ইউপি সদস্য মিজানুর রহমানের বাড়ির সামনে ফের হামলা চালিয়ে ছুরিকাঘাত করে লিমন।
স্থানীয়রা গুরুতর আহত ইয়াসিনকে উদ্ধার করে প্রথমে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক সপ্তাহ পর তার মৃত্যু হয়।
নিহতের বাবা মানিক হোসেন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার একটি মাত্র ছেলে ছিল। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের ফাঁসি চাই। আমাদের হুমকি দিয়ে মিমাংসার চেষ্টা করা হচ্ছে। আমি কোনো মিমাংসা চাই না, বিচার চাই।”
এ ঘটনায় শনিবার রাতে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় নামধারী পাঁচজনসহ মোট ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
মতামত দিন