জেলার খবর

বরিশালে ছাত্রলীগ নেতাকে অপহরণ করে ১০ লাখ টাকা দাবি, ৩ ছাত্রদল কর্মী গ্রেফতার

বরিশাল প্রতিনিধি ॥ ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান শাকিলকে অপহরণ করে মুক্তিপণ চাওয়ার ঘটনায় তিন ছাত্রদল কর্মী গ্রেপ্তার হলেও, শাকিলের বিরুদ্ধেও রয়েছে একাধিক মামলা। অথচ রহস্যজনকভাবে তাকে পুলিশ ছেড়ে দিয়েছে—এ নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে।

মেহেন্দিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিলের বিরুদ্ধে ২০২৩ সালের ৫ আগস্টের পর বিএনপি দায়ের করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে অভিযোগ রয়েছে। যদিও তার ঘনিষ্ঠ সূত্র দাবি করছে, শাকিল বর্তমানে এসব মামলায় জামিনে রয়েছেন।

অপহরণ চেষ্টার ঘটনায় পুলিশ তাকে ‘ভিকটিম’ হিসেবে দেখালেও, প্রশ্ন উঠেছে কেন একজন একাধিক মামলার আসামিকে তাত্ক্ষণিকভাবে ছেড়ে দেওয়া হলো। এ বিষয়ে ডিবি ইন্সপেক্টর ছগির হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্টরা বলছেন, “আইন সবার জন্য সমান” হলেও বাস্তবচিত্র ভিন্ন। রাজনৈতিক পরিচয় অনেক সময় তদন্ত ও আইনি পদক্ষেপকে প্রভাবিত করে।

অন্যদিকে, আটক ছাত্রদল কর্মীরা অভিযোগ করেছে, “তাদেরকে রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে জড়ানো হয়েছে।” তারা দাবি করেছে, ঘটনাটি ‘অপহরণ’ নয়, বরং পূর্বপরিকল্পিত ফাঁসানো।

স্থানীয় প্রশাসন বলছে, ঘটনার তদন্ত চলছে এবং নিরপেক্ষভাবে বিষয়টি পর্যালোচনা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।

মতামত দিন