বরিশালে ইউপি সদস্য রাসেলের মাদক সাম্রাজ্যের পতন, অস্ত্রসহ গ্রেপ্তার
বরিশাল প্রতিনিধি ॥ দীর্ঘদিনের নজরদারি ও পরিকল্পিত অভিযানের পর বরিশালের চরবাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য ও চিহ্নিত মাদক ব্যবসায়ী রাসেল হালদারকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার সকালে গাজীর খেয়াঘাট সংলগ্ন বিল থেকে দেশীয় অস্ত্র ও ৩৮০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।রাসেল বরিশাল সদর উপজেলার রাজনৈতিক মহলে পরিচিত নাম। গত আওয়ামী লীগ সরকারের সময় প্রভাবশালী স্থানীয় নেতা মো. মাহাতাব হোসেন সুরুজের ঘনিষ্ঠ হয়ে তিনি এলাকায় প্রভাব বিস্তার করেন। মাদক ব্যবসা থেকে অর্জিত অর্থ গরিবদের মাঝে বিতরণ করে জনপ্রিয়তা অর্জন করে ইউপি সদস্য নির্বাচিত হন। এরপর থেকে প্রকাশ্যে মাদক বিক্রি শুরু করেন।
পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, তার দায়িত্ব গ্রহণের পর থেকেই রাসেলকে ধরার জন্য সব ইউনিটকে তৎপর রাখা হয়েছিল। গত রমজানে কাশীপুর এলাকার আরেক মাদক ব্যবসায়ী রাসেলকে গ্রেপ্তারের পর এবার চরবাড়িয়ার রাসেলকেও আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।
আটকের সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে এবং তার কয়েকজন সহযোগী পালিয়ে যায়। পুলিশ জানায়, তাদেরকেও দ্রুত গ্রেপ্তার করা হবে। রাসেলের কাছে একটি অবৈধ রিভলবার থাকার তথ্য মিলেছে এবং সেটি উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের দাবি, এই গ্রেপ্তার বরিশালের মাদক ব্যবসা দমনে বড় পদক্ষেপ।
মতামত দিন