জেলার খবর

বরিশালের প্রাচীন ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান আজও দ্যুতিময়

বরিশাল প্রতিনিধি ॥ বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামে অবস্থিত দারুল উলূম হোসাইনিয়া কওমিয়া কেরাতিয়া মাদরাসা দীর্ঘ ঐতিহ্য নিয়ে ৭৭ বছর পূর্তি উদযাপন করছে। স্থানীয়ভাবে সলিয়াবাকপুর কেরাতিয়া মাদরাসা নামে পরিচিত এ শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে। এর প্রতিষ্ঠাতা ছিলেন প্রখ্যাত ইসলামী শিক্ষাবিদ ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব শাহ সুফী আরেফ আলী মুনশী রহ. (মৃত্যু: ১৯৭৮ খ্রি.)। তিনি বিংশ শতাব্দীর অন্যতম ইসলামী সংস্কারক হিসেবে পরিচিত ছিলেন।

মাদরাসাটির প্রতিষ্ঠা ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে ভারতের দারুল উলূম দেওবন্দের চেতনা। ১৮৬৬ সালে ব্রিটিশ ভারতের মুসলিম সমাজের শিক্ষা ও সাংস্কৃতিক পুনর্জাগরণের লক্ষ্যে দেওবন্দ প্রতিষ্ঠিত হয়। সেই আদর্শ ও চেতনাকে ধারণ করেই ১৯৪৮ সালে সলিয়াবাকপুরে গড়ে ওঠে এই মাদরাসা। প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল ইসলামী শিক্ষা ও সংস্কৃতির বিস্তার ঘটানো, সমাজে নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং তরুণ প্রজন্মকে আধ্যাত্মিক চেতনায় গড়ে তোলা।

প্রথমদিকে শুধুমাত্র কেরাত বিভাগ দিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে এখানে নূরানী শিক্ষা, মকতব, হিফজ বিভাগ, এবং কিতাব বিভাগ চালু রয়েছে। এতে শিক্ষার্থীরা প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। এ কারণে এটি বরিশাল বিভাগের অন্যতম ঐতিহ্যবাহী কওমি শিক্ষাকেন্দ্রে পরিণত হয়েছে।

২০২৩ সালে মাদরাসার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ‘দারুল উলূম হোসাইনিয়া কওমিয়া কেরাতিয়া মাদরাসা: ইতিহাস ঐতিহ্যের পঁচাত্তর বছর’ শিরোনামে একটি গ্রন্থ প্রকাশিত হয়। এতে মাদরাসার প্রতিষ্ঠা, বিকাশ ও শিক্ষাগত অবদানের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়। এবার ৭৭তম বছরে পদার্পণ করে প্রতিষ্ঠানটি নতুন প্রজন্মের কাছে ইসলামী শিক্ষা ও নৈতিকতার আলো ছড়িয়ে যাচ্ছে।

মতামত দিন