বগুড়া পৌরসভা হতে যাচ্ছে সিটি করপোরেশন, গণবিজ্ঞপ্তি
ডেস্ক রিপোর্ট ॥ বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু হয়েছে। দেশটির ১৩তম সিটি করপোরেশন হতে যাচ্ছে বগুড়া, যা দেশের বৃহত্তম সিটি করপোরেশনগুলোর একটি হবে। রোববার (২৭ এপ্রিল) বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন, যার মাধ্যমে এই প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়।গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা ২০১০-এর বিধি-৫-এর উপবিধি (২) অনুসারে বগুড়া পৌর এলাকার নির্দিষ্ট মৌজাগুলোর অন্তর্ভুক্ত এলাকা নিয়ে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠা করা হবে। এই গণবিজ্ঞপ্তির মাধ্যমে যদি কারও কোনো মতামত বা আপত্তি থাকে, তবে তা ৩০ দিনের মধ্যে জেলা প্রশাসকের কাছে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ৩০ দিন পর কোন আপত্তি গ্রহণ করা হবে না।
বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা জানান, আপত্তি থাকলে তা ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করা হবে এবং পরে তা স্থানীয় সরকার বিভাগে প্রতিবেদন আকারে পাঠানো হবে। প্রতিবেদনের পর স্থানীয় সরকার বিভাগ আইনগত দিক বিবেচনা করে বগুড়া সিটি করপোরেশন অধ্যাদেশ জারি করবে।
বগুড়া পৌরসভা ১৮৭৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ১৯৮১ সালে প্রথম শ্রেণির মর্যাদা পেয়েছিল। ২০০০ সালে এর আয়তন ছিল ১৪.৭৬ বর্গ কিলোমিটার, যা ২০০৪ সালে ৬৯.৫৬ বর্গ কিলোমিটারে বৃদ্ধি পায়। বর্তমানে ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভায় প্রায় ১০ লাখ জনসংখ্যা রয়েছে। দীর্ঘদিন ধরে বগুড়া বাসী সিটি করপোরেশন প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছিলেন।
এই প্রক্রিয়া শুরু হওয়ার পর বগুড়াবাসী আগামীতে আরও উন্নত পরিষেবা এবং অবকাঠামোগত উন্নয়নের আশা করছেন। জেলা প্রশাসক হোসনা আফরোজার সম্মতিতে সরকারের নীতিনির্ধারকরা এ বিষয়ে সিদ্ধান্ত নেন এবং সিটি করপোরেশন প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন হয়।
মতামত দিন