জেলার খবর

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিভাজন, সারজিসের সমাবেশে সংঘর্ষ

বগুড়া প্রতিনিধি ॥ বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত বিক্ষোভ সমাবেশে দলীয় অভ্যন্তরীণ বিরোধ ও ছাত্র সংগঠনের দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নেয়। বুধবার শহীদ টিটু মিলনায়তনে আয়োজিত কর্মসূচিতে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমের উপস্থিতিতে সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ সরাসরি সারজিস আলমের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। এতে ক্ষুব্ধ হয়ে অন্য পক্ষ তাদের উপর চড়াও হয়। শুরু হয় ধাক্কাধাক্কি, পরে তা রূপ নেয় মারামারিতে।

এনসিপির মঞ্চে তখন বক্তৃতা দিচ্ছিলেন কেন্দ্রীয় নেতারা। এই পরিস্থিতির মাঝেও বক্তৃতা চলতে থাকে। পরিস্থিতি যখন উত্তপ্ত, তখন সারজিস আলম চার মিনিট বক্তব্য দিয়ে দ্রুত মঞ্চ ত্যাগ করেন। এর কিছুক্ষণ পর সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করে এবং উভয় পক্ষকে সরিয়ে দেয়।

এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দিন বলেন, সারজিস আলমকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি আর বড় আকার ধারণ করেনি।

এনসিপির স্থানীয় নেতা আহমেদ সাব্বির জানান, বহিষ্কৃত এক নেতার অনুসারীরা পরিকল্পিতভাবে এই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তিনি অভিযোগ করেন, এ ধরনের কর্মকাণ্ড মূলত দলকে প্রশ্নবিদ্ধ করতে একটি চক্রের অপচেষ্টা।

অবশ্য এনসিপি তাদের কর্মসূচি সমাপ্ত করতে সক্ষম হয় এবং সাতমাথা এলাকায় বিক্ষোভ মিছিলও বের করে। তবে দিনশেষে সংঘর্ষের ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন তুলেছে।

মতামত দিন